১. ব্যস্ততার কারণে অনেকে সঙ্গীকে সময় দিতে পারেন না। প্রতিদিনের রুটিন থেকে নিজেদের ছুটি দিয়ে কখনও কখনও হারিয়ে যান দূরে কোথাও। এতে দুইজনে একসঙ্গে কিছু সময় কাটানোর অবকাশ পাবেন।সময় দিতে না পারার কারণে নিজেদের মধ্যকার মান-অভিমানও দূর হবে।
২. একসঙ্গে বেড়াতে গেলে নিজেদের পছন্দ-অপছন্দ জানতে পারবেন। এতে আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে।
৩. সম্পর্ক ভাল করা এবং একজন আরেকজনেকে বুঝতে পারা -দুটিই একই সূত্রে বাঁধা। একসঙ্গে দূরে কোথাও বেড়াতে গেলে দুটিই উন্নত হবে।
৪. দূরে কোথাও বেড়াতে গেলে নিশ্চয়ই কিছু ছবি তোলা হয়। যখনই খারাপ লাগবে ছবিগুলো দেখে সেই সময়ের স্মৃতিচারণ করে রোমাঞ্চিত হতে পারেন।
৫. ছোটখাটো ভুল বুঝাবুঝি কিংবা অসন্তুষ্টি প্রায় সব সম্পর্কে থাকে। আপনি আপনার সঙ্গীকে সুযোগ দিন।মাঝেমধ্যে সব ভুলে থাকতে একসঙ্গে দূরে কোথাও হারিয়ে যান।
সূত্র : ইণ্ডিয়া টিভি