dearJulius.com

চুল পড়া প্রতিরোধে পরীক্ষিত ৮ প্রাকৃতিক উপাদান


মাথার চুল পড়ে যাচ্ছে। কোনোভাবেই এর প্রতিরোধ করতে পারছেন না। এ জন্য মহা টেনশনে ভুগছেন আপনি। তবে এ নিয়ে আর চিন্তা নয়। ঘরে বসেই ব্যবহার করতে পারেন ৮টি প্রাকৃতিক উপাদান, যা আপনার চুল পড়া বন্ধ করবে। একই সঙ্গে ফিরিয়ে আনবে ঔজ্জ্বল্য।

গরম তেল ম্যাসাজ

কিছু তেল (নারিকেল বা বাদামের তেল) গরম করুন। এরপর আঙুল দিয়ে তা মাথার ত্বকে ব্যবহার করুন। এতে চুলের গোড়া শক্ত হবে। নিয়মিত ব্যবহারে চুল পড়া বন্ধ হবে।

পেঁয়াজের রস

ব্যাপক পরিমাণে সালফার সমৃদ্ধ হওয়ায় এটি চুলের জন্য মহা-উপকারী। চুলের গোড়া শক্ত করতে এর জুড়িমেলা ভার। মাথার খুশকি দূরেও এটি মহা ঔষধ।

পালংয়ের রস

কথায় রয়েছে-শারীরিক সমস্যার সব সমাধান রয়েছে রান্নাঘরে। চুল পড়া নিরাময়ের ওষুধ আছে এখানে। নিয়মিত পালংয়ের রস (পালংশাক) ব্যবহারে চুল পড়া বন্ধ হয় বজ্রগতিতে। শুধু রস নয়, এটি নিয়মিত খেলে চুলসংক্রান্ত সব সমস্যা দূর হয় নিমিষেই।

গ্রিন টি

এটি শুধু চুল পড়াই বন্ধ করে না। চুল গজাতেও সহায়তা করে। বিশ্বাস হচ্ছে না! কয়েক দিন ব্যবহার করুন না। এরপর পরিবর্তন লক্ষ করুন।

মেডিটেশন করুন

স্ট্রেস (stresss) বা চাপ! বলা হয়, ইংরেজি ছয় বর্ণের শব্দটিই মানবজীবনে যত সব রোগের অন্যতম কারণ। আসলেই তাই! চুল পড়ারও অন্যতম কারণ মানসিক চাপ, অবসাদ। এ প্রেক্ষিতে বিজ্ঞানীরা বলছেন, মেডিটেশন করলে চুল পড়ার হার ব্যাপক হারে কমে।

আমলকি

বলুন তো, চুলের চিকিৎসায় সবচেয়ে উপকারী ফল কোনটি? উত্তর-আমলকি। এটি প্রচুর পরিমাণে ভিটামিন সি উপাদানে সমৃদ্ধ। চুলের গোড়া মজবুত ও শক্তিশালী করতে এর বিকল্প নেই। এর অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান খুশকি প্রতিরোধেও দারুণ ভূমিকা রাখে।

কলা, তেল ও মধুর মিশ্রণ

চুলের যত্নে আমরা নানা ধরনের রাসায়নিক ব্যবহার করে থাকি। তবে তা চুলের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়। এতে চুল পড়ার আশঙ্কা বাড়ে। এক্ষেত্রে আমরা কলা, নারিকেল তেল, অলিভ ওয়েল ও মধুর মিশ্রণ ব্যবহার করতে পারি। নিয়মিত ব্যবহারে ম্যাজিকের মতো চুল পড়া কমে।

নিমপাতা

নিমের রয়েছে বহু ঔষধি গুণ। চুল পড়া প্রতিরোধেও এটি দারুণ কার্যকর। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। যা চুলে গোড়া নরম করা খুশকি দূর করে পুষ্টি জোগায়। ফলে চুল আরও প্রাণবন্ত ও শক্তিশালী হয়ে উঠে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া





A Part of Julius LLC
Made with in NYC by Julius Choudhury
নাম

খাদ্য ও রেসিপি,2,চাকরি,2,জীবনধারা,8,প্যারেন্টিং,1,প্রযুক্তি,3,বিচিত্র,11,ভ্রমণ,7,সম্পর্ক,6,স্বাস্থ্য,23,
ltr
item
dearJulius.com Bangladesh: চুল পড়া প্রতিরোধে পরীক্ষিত ৮ প্রাকৃতিক উপাদান
চুল পড়া প্রতিরোধে পরীক্ষিত ৮ প্রাকৃতিক উপাদান
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-WlHN-QNnEvvLNDrhNxoHxCpsv5TKu4lP5YiTceiQUxAPiTXmksx3rI540-YRuYDXXYULSf4Rc4s8acT6qik3Q6Ke1TNKvZ8OYFC1zEWJsXEoQBCOjU-tdbJjKXsEZtcCO_r980BtEjw/s1600/Hair.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-WlHN-QNnEvvLNDrhNxoHxCpsv5TKu4lP5YiTceiQUxAPiTXmksx3rI540-YRuYDXXYULSf4Rc4s8acT6qik3Q6Ke1TNKvZ8OYFC1zEWJsXEoQBCOjU-tdbJjKXsEZtcCO_r980BtEjw/s72-c/Hair.jpg
dearJulius.com Bangladesh
https://bd.dearjulius.com/2019/03/against-hair-fall.html
https://bd.dearjulius.com/
https://bd.dearjulius.com/
https://bd.dearjulius.com/2019/03/against-hair-fall.html
true
7785183466008382747
UTF-8
সমস্ত পোস্ট লোড হয়েছে কোনো পোস্ট পাওয়া যায়নি সব দেখুন বিস্তারিত জবাব জবাব বাতিল মুছুন লেখা: প্রচ্ছদ পৃষ্ঠা পোস্ট সব দেখুন আপনার জন্য সুপারিশকৃত লেবেল আর্কাইভ খোঁজ সব পোস্ট আপনার অনুরোধের সাথে কোনো পোস্টের মিল পাওয়া যায়নি প্রচ্ছদে ফিরে যান Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec এইমাত্র 1 মিনিট আগে $$1$$ মিনিট আগে 1 hour ago $$1$$ ঘন্টা আগে গতকালের $$1$$ দিন আগে $$1$$ সপ্তাহ আগে 5 সপ্তাহেরও বেশি আগে অনুসারী অনুসরণ করুন এই প্রিমিয়াম কন্টেন্ট লক করা আছে ধাপ ১: একটি সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করুন। ধাপ ২: আপনার সোশ্যাল নেটওয়ার্কের লিঙ্কে ক্লিক করলে এটি খুলবে। Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content